সিলেট বিভাগের রাষ্ট্রয়াত্ব সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্টানের আঞ্চলিক প্রধানের সাথে মতবিনিময় সভা

কামরুল হাসান কাজল
হবিগঞ্জ প্রতিনিধি-
সিলেট বিভাগের রাষ্ট্রয়াত্ব সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগিয় আঞ্চলিক প্রধানগণের সাথে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন, এসএমই কার্যক্রম বাস্তবায়ানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের সভাপতিত্বে শুক্রবার ৯ অক্টোবর বেলা ১১ টায় বাহুবল উপজেলার দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রূপালী ব্যাংক লিমিটেড বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় সিলেট বিভাগিয় আঞ্চলিক বিভিন্ন ব্যাংকের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক ও নির্বাহী কর্মকর্তাবৃন্দ সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন, অগ্রগতি এবং বিদ্যমান সমস্যাসমূহ উপস্থাপন করেন। সঠিক সময়ে, সঠিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রণোদনা প্রদান নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। কর্মকর্তারাও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন মর্মে সভায় আলোচনা হয়।