শাল্লার জহুরাকে মানবিক সাহায্য করেন গ্রো-ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি-
গত রবিবার ২৭ ডিসেম্বর বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালে ‘কে শুনে জহুরার আর্তনাদ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে দৃষ্টিগোচর হয় বিভিন্ন মহলে। আর তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২৯ ডিসেম্বর গ্রো-ফাউন্ডেশনের পরিচালক ও দিরাই-শাল্লার সাবেক সাংসদ প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার সৌমেন সেনগুপ্ত মানবিক সাহায্যের হাত বাড়ান।
তার পক্ষে শাল্লার সাবেক ছাত্রলীগের সভাপতি অরিন্দম চৌধুরী অপু, ছাত্রলীগ নেতা আলেক মোহাম্মদ আজাদ, রাজু দাস, শামীম আহমেদ, যুবলীগ নেতা সোহেল আহমদ ও উপজেলা আ’লীগ নেতা পীযুষ কান্তি চৌধুরীসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীগণের উপস্থিতে ১ বস্তা মিনিকেট চাল, একটি লেপ, ৫লিটার তেল, ডাল, আলু, পেয়াজ, মরিচসহ নগদ ২ হাজার টাকা জহুরা বিবি’র হাতে তুলে দেয় হয়। তাছাড়াও গ্রো-ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার সৌমেন সেনগুপ্ত ওই মহিলাকে প্রতিমাসে নগদ অর্থ দেয়ার আশ্বাস প্রদান করেন। এমসয় উক্ত জহুরা বিবি একটি সরকারি ঘর পাওয়ার জন্য আকুল আকুতি জানান।